সাঁঝবেলায় ১ ঘণ্টার সুযোগে শিক্ষিকার সবকিছু লুটে নিল চোর

মিরসরাইয়ে এক স্কুলশিক্ষিকার ঘরে চুরির ঘটনা ঘটেছে। এসময় নগদ এক লাখ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরের দল।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের মৌলভী সৈয়দুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, মৃত হাফেজ জহির উদ্দিনের স্ত্রী বজলুছ ছোবহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিবি ফাতেমা মঙ্গলবার সন্ধ্যায় পাশের গ্রামে তাঁর বাবার বাড়ি যান। এক ঘণ্টা পর ফিরে এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙা। এরপর ভেতরে গিয়ে দেখতে পান সবকিছু তছনছ অবস্থায় পড়ে আছে। নগদ, টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র কিছুই নেই।

আরও পড়ুন : চট্টগ্রামে ন্যাশনাল স্কুলের ২৭ ট্যাব আইপিএস টিভিসহ ২ চোর ধরা

এ বিষয়ে স্কুলশিক্ষিকা বিবি ফাতেমা বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাশের গ্রামে আমার বাবার বাড়ি যাই। রাত ৮টার মধ্যে আবার চলে আসি। এসে দেখি আলমিরার ড্রয়ারে রাখা নগদ এক লাখ টাকা, এক ভরি ১২ আনা স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নেই।

খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, আমি ঢাকায় আছি। শুনেছি ৮ নম্বর ওয়ার্ডের এক স্কুলশিক্ষিকার ঘরে চুরি হয়েছে। বিষয়টি আমি থানা পুলিশকে জানিয়েছি।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, স্কুলশিক্ষিকার ঘরে চুরির খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!