রাজস্থলীর গভীর জঙ্গলে সশন্ত্র সংঘাতে ৩ লাশ

পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলায় দুপক্ষের গোলাগুলির ঘটনায় নিহত হয়েছেন তিনজন। এছাড়া আহত হন আরও দুজন ।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। পুলিশও ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি।

আরও পড়ুন: গাছের ডালে ঝুলছিল ঋণে জর্জরিত যুবকের লাশ

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বত্য এলাকায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠী মগ লিবারেশন পার্টির (মগ পার্টি) সঙ্গে পার্বত্য জেলার কোনো আঞ্চলিকে দলের সংঘাতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পাইন্দংপাড়ার গভীর জঙ্গলে মগ লিবারেশন আর্মির সদস্যরা টহল দেওয়ার সময় প্রতিপক্ষরা গুলি ছুঁড়ে। এ সময় মগ লিবারেশন আর্মির তিন সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। উভয়পক্ষে অন্তত ৩০ মিনিট গুলিবিনিময় হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে তিনজনের লাশ পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন: একদিন না যেতেই শিকলবাহা খালে আবারও ভেসে উঠল লাশ

যোগাযোগ করা হলে রাজস্থলী ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ছালেহ বলেন, গাইন্দ্যা ইউনিয়নে গোলাগুলির ঘটনায় তিনজনের মারা যাওয়া খবর শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!