রাতভর অভিযানে ধরা খেল শীর্ষ সন্ত্রাসীসহ ২৬ অপরাধী

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে ১৯ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী মুন্নাসহ ২৬ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৪ এপ্রিল রাত থেকে ১৫ এপ্রিল ভোর পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানাসহ জেলা পুলিশের একাধিক টিম এসব অভিযান চালায়। শহরের কাটা পাহাড়, আমতলী পাহাড়, মাটিয়াতলী পাহাড়, পল্ল্যাইনা কাটা পাহাড়ি এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : কয়েক সেকেন্ডেই মোবাইল আইএমইআই বদলে ফেলে অপরাধীরা

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১ রাউন্ড রাবার কার্তুজ ও ৭টি অত্যাধুনিক টিপ ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সবাই ছিনতাইসহ একাধিক অপরাধের সঙ্গে জড়িত

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুন: টার্গেট প্রবাসীরাই—খুন করে লুট, ওঁৎ পেতে থাকে অপরাধী চক্র

এসময় তিনি বলেন, শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে পুলিশ। প্রতিনিয়তই অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস এবং ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!