পেলেকে ছাড়িয়ে শীর্ষে মেসি

পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড এখন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির দখলে। জাতীয় দলের হয়ে আর্জেন্টিনা অধিনায়কের গোল হলো ৭৮টি। এক অসাধারণ হ্যাটট্রিকে অনন্য এ অর্জন সুপারস্টার মেসির।

১৯৫৭-৭১ মেয়াদের ক্যারিয়ারে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করে রেকর্ডটি গড়েছিলেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে।

আরও পড়ুন: নেইমারের সঙ্গী হচ্ছেন মেসি

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামে মেসির আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন বিশ্বসেরা এই স্ট্রাইকার।

পরে দ্বিতীয়ার্ধের শুরুতে করেন আরও একটি গোল। আর এরই সাথে লাতিন আমেরিকার ফুটবলে শীর্ষ গোলদাতার তালিকায় সবার উপরে তুলে নেন নিজের নাম।

স্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শুরু হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচের চতুর্দশ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে পেলেকে স্পর্শ করেন মেসি।

আরও পড়ুন: ভেস্তে গেল আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

আর ৬৪তম মিনিটে লাওতারো মার্তিনেসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে কিংবদন্তিকে ছাড়িযে যান তিনি।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!