শবে বরাতে আতশবাজি নয়—সিএমপি

আগামী শুক্রবার (১৮ মার্চ) পবিত্র শবে বরাত। এদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত মহানগর এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো, উৎপাদন, বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বুধবার (১৬ মার্চ) বিকালে এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। নির্দেশনা মেনে চলার জন্য সিএমপির পক্ষ থেকে নগরবাসীকে অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন: হারানো জিডি হবে মুহূর্তেই, চট্টগ্রামে চালু সিএমপি সার্ভিস সেন্টার

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাতের রাতে শিশু-কিশোরসহ অনেকেই আতশবাজিসহ বিভিন্ন ধরণের পটকা ফোটানোর চেষ্টা করে থাকে। পটকা ফোটানোর ফলে ধর্মপ্রাণ মুসলমানদের ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইবাদত-বন্দেগীতে বিঘ্ন ঘটে ও শবে বরাতের ভাবগাম্ভীর্য ক্ষুণ্ন করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে। আইন-শৃঙ্খলা রক্ষাসহ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো, উৎপাদন, বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ।

আতশবাজি, পটকা ফোটানো ও উৎপাদন, বিক্রয়, মজুদ ও বহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!