শপথ নিলেন বাঁশখালীর ১৩ ইউনিয়নের ১৫৬ নির্বাচিত জনপ্রতিনিধি

বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১৫৬ জন সাধারণ ও সংরক্ষিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (৭ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে তাঁদের শপথবাক্য পাঠ করান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার (৪ আগস্ট) নগরের জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচিত ১৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মমিনুর রহমান।

আরও পড়ুন: আবারও চীনা নাগরিকের মৃত্যু বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রে

এদিকে শপথবাক্য পাঠ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, সরল ইউনিয়ন চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়ন চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, খানখানাবাদের ইউনিয়ন চেয়ারম্যান জসিম হায়দার, ছনুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. হারুনুর রশিদ ও কাথরিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইবনে আমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পূর্বে জনগণের সর্বোচ্চ নাগরিক সুবিধা প্রদানের জন্য যে শপথবাক্য পাঠ করেন তা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি তাহলে দেশ সত্যিকারের সোনার বাংলায় রূপ নেবে। আসুন আমরা নীতি-আর্দশে প্রকৃত দেশপ্রেমিক হই।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!