শত বোতল ফেনসিডিল লুকিয়ে রাখা যুবককে ১৪ বছর জেলে থাকতে হবে

সাতকানিয়া থানার মাদক মামলায় মাহবুবুল আলম (৫৪) নামে এক আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত ড. আজিজ আহমেদ ভূঁঞা এ রায় দেন।

আরও পড়ুন : ফেনীর বর্ডার থেকে ফেনসিডিল-গাঁজা চট্টগ্রামে আনে ২ যুবক

বিষয়টি নিশ্চিত করে জেলা পিপি অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, ১০০ বোতল ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখায় সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা হাছান বলিরপাড়ার কোরবান আলীর ছেলে মাহবুবুল আলমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে জানা যায়, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় ১০০ বোতল ফেনসিডিলসহ মাহবুবুল আলমকে নিজ ঘর থেকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন সাতকানিয়া থানার পিএসআই মো. ইয়ামিন সুমন বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। ওই মামলায় একই বছরের ১৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। এ মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।

মামলা পরিচালনায় সহযোগিতা করেন অতিরিক্ত পিপি অ্যাড. আজাহারুল হক।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!