লোহাগাড়ায় ম্যাজিস্ট্রেটের মোবাইল নম্বর থেকে একের পর এক চাঁদা দাবি

লোহাগাড়ায় চাঁদা দাবি করে ম্যাজিস্ট্রেটের মোবাইল নম্বর থেকে আসছে একের পর এক ফোন! ফোনের নম্বরটি লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজাহানের। সরকারি এই মোবাইল নম্বরটিই ক্লোন করেছে প্রতারক চক্র। আর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে দাবি করছে টাকা।

বুধবার (১১ মে) নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান। ক্লোন করা মোবাইল নম্বরের শুরুতে শুধু শূন্য নেই বলে জানান তিনি।

আরও পড়ুন: ‘মির্জা ফখরুলের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত’

ভূমি অফিস সূত্র জানায়, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রশাসনিক কর্মকর্তা মোছলেম উদ্দিন ও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী নয়ন দাশসহ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে ফোন করে প্রতারক চক্র চাঁদা দাবি করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি জানতে পারেন এবং মোবাইল নম্বরটি ক্লোন হওয়ার ব্যাপারে নিশ্চিত হন।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান জানান, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রতারণার ফাঁদে না পড়ার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।

সাত্তার/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!