লোহাগাড়ায় ফসলি জমির টপ সয়েল কেটে ধরা খেল ৫ লোক

লোহাগাড়ায় ফসলি জমির টপ সয়েল ধ্বংস করে মাটি কাটায় ৫ জনকে ২ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার কলাউজান ও বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

উপজেলা সূত্রে জানা যায়, কলাউজান ইউনিয়নের ২ নং ও ৪ নং ওয়ার্ড এবং বড়হাতিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাদুরপাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটার খবরে অভিযান চালানো হয়। অভিযানে ৫ জনকে ২ লাখ ৫৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও মাটি বহন করা ৩টি এস্কেভেটর ও ৩টি ডাম্প ট্রাক জব্দ করা হয়।

আরও পড়ুন: লোহাগাড়ায় ফসলি জমির মাটি কাটায় যুবকের দণ্ড

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানে কলাউজান ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় টপসয়েল কাটার অপরাধে নাজিম উদ্দিনকে দেড় লাখ টাকা এবং একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফরিদুল আলমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অপরদিকে বড়হাতিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জামাল হোসেনকে ৫০ হাজার টাকা এবং দুজন ডাম্প ট্রাক চালককে ৮ হাজার অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!