লোহাগাড়ায় ফসলি জমির মাটি কাটায় যুবকের দণ্ড

লোহাগাড়ায় ফসলি জমির মাটি কাটার অপরাধে মো. জাহেদ হোসেন (৩৫) নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান।

আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় ফসলি জমির মাটি কাটা ইউপি সদস্যের দণ্ড

দণ্ডপ্রাপ্ত মো. জাহেদ হোসেন (৩৫) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ ঘাসিয়াপাড়ার আলী আহমদের ছেলে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান বলেন, আইন অমান্য করে আবাদযোগ্য জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে জাহেদ হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!