লামায় কোটি টাকার ক্ষতি, দোকানদার দগ্ধ

লামায় আগুনে পুড়ে ৮ দোকান ছাই হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এছাড়া আগুনে দগ্ধ এনায়েত হোসেন নামে এক দোকানদানকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ইয়াংছা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন : হঠাৎ আগুনে পুড়ল রেস্টুরেন্ট, ক্ষতি ৬০ লাখ টাকা

এ বিষয়ে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. নুরুল হোসাইন বলেন, ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ৮টি দোকানসহ সব মালামাল পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সময় লাগবে।

যোগাযোগ করা হলে, লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ৮টি দোকান পুড়ে গেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ইএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!