র‌্যাবের অভিযান—ছিনতাই করা ট্রাক মিলল চেয়ারম্যানের কাছে, আটক

উখিয়ায় ছিনতাই করা ট্রাকসহ হলদিয়া পালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিনকে (৫৭) আটক করেছে র‌্যাব-১৫।

বুধবার (২০ এপ্রিল) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির গ্রাম থেকে ট্রাকটি উদ্ধারসহ তাকে আটক করে।

আটক আমিনুল হক আমিন (৫৭) পাগলির বিল এলাকার এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাতভর অভিযানে ধরা খেল শীর্ষ সন্ত্রাসীসহ ২৬ অপরাধী

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল চকরিয়া থেকে তরমুজ বোঝাই একটি ট্রাক উখিয়ার কুতুপালং বাজার থেকে চকরিয়া আসছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে মরিচ্যা বাজার থেকে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় ট্রাক মালিক চকরিয়ার ফাঁসিয়াখালীর মৃত সুলতান আহমদের ছেলে মো. নুরুল আবছার বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন।

এরপর র‌্যাব-১৫ এর একটি দল ছিনতাই করা ট্রাকটি উখিয়ার মরিচ্যা এলাকায় রয়েছে খবর পায়। আজ (বুধবার) সাড়ে ৫টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় অভিযান চালিয়ে বসতঘরের উঠান থেকে ছিনতাই করা ট্রাকটিসহ মামলার আসামি আমিনুল ইসলাম আমিনকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!