উত্তর কাট্টলীতে রাস্তা দখল করে সিটি করপোরেশনের জরিমানা গুনল

নগরের উত্তর কাট্টলী ওয়ার্ডের কর্ণেল জোনস রোডের উভয় পাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় নির্মাণসামগ্রী রেখে রাস্তা দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৩ অক্টোবর) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম।

আরও পড়ুন: রাস্তা দখলে ৫০ দোকান গুঁড়িয়ে দিল চট্টগ্রাম সিটি করপোরেশন

এছাড়া একইদিন ডেঙ্গু রোগ প্রতিরোধে ৩৮ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি ও জলাবদ্ধতার স্থান পরিদর্শন এবং সেখানে মশার ওষুধ ছিটানো হয়। এসময় বাড়ির আঙিনা, ছাদবাগান ও জলবদ্ধতার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মানুষকে সচেতন করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ পাহাড়তলী ও আকবরশাহ থানা পুলিশ সহায়তা করে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!