রাতের আঁধারে পাচারের জন্য বড়ুয়াপাড়ায় ছিল ৫ ট্রাক কাঠ

ফটিকছড়িতে রাতের আঁধারে কাঠ পাচারের সময় ৫টি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করেছে এসব ট্রাকে থাকা ২ হাজার সিএফটি কাঠ। তবে এসময় গাড়ির চালক ও সহকারী পালিয়ে যায়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বৃন্দাবনহাট বাজারের পাশে বড়ুয়াপাড়া এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

আরও পড়ুন : খাগড়াছড়িতে রাতের আঁধারে পাচার হচ্ছিল সেগুন কাঠ

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃন্দাবনহাট বাজারের পাশে বড়ুয়াপাড়া এলাকা থেকে ৫টি ট্রাকসহ প্রায় ২ হাজার সিএফটি কাঠ জব্দ করা হয়। এসময় গাড়ির চালক ও পালিয়ে যায়। পরে মামলার জন্য বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, হেঁয়াকো, দাঁতমারা, রামগড়সহ বিভিন্ন বন ও বাগান থেকে অবৈধভাবে কাঠ কেটে নিয়ে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে পাঁচ ট্রাক কাঠ জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএমএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!