খাগড়াছড়িতে রাতের আঁধারে পাচার হচ্ছিল সেগুন কাঠ

খাগড়াছড়ির ছোটধুরুং এলাকা থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করেছে লক্ষীছড়ি বন বিভাগ।

জানা যায়, গভীর রাতে পাহাড়ি সেগুন কাঠ পাচার করার সময় রোববার (৫ মার্চ) রাতে অভিযান চালায় লক্ষীছড়ি বন বিভাগ ও লক্ষ্মীছড়ি জোন। এ সময় বন বিভাগ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে প্রায় এক টিসি গাড়ি সেগুন কাঠের টুকরা উদ্ধার করা হয়। যার আনমানিক মূল্য ৩ লাখ টাকা। পরে উদ্ধার করা কাঠ বন বিভাগে রাখা হয়।

লক্ষীছড়ি বন কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার সাইফুল ইসলাম দেওয়ান বলেন, পাহাড়ের বনজ সম্পদ পাচার বন্ধ করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।

আলমগীর/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!