গোবাদিয়ায় মুহূর্তের আগুনে ৬ ঘর ছাই

আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ছয় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বারশত ইউনিয়নের গোবাদিয়া ইয়াছিন খাঁর বাড়িতে মোশাররফ আলীর ঘরে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে আবদুর রশীদ, নুরুল আলম, মনোয়ারা বেগম, মো. ইউসুফ আলী ও মোখতার আহম্মদের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: ঘরের দরজা আটকে দিয়ে ‘হিংসার আগুন’—পুড়ল মা-ছেলে

পরে স্থানীয় লোকজন ও আনোয়ারা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ্ জানান, আগুনে ৬টি বসতঘর ছাড়াও আশপাশের অনেক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ইমরান/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!