মিয়ানমারের নাগরিক ২ বোন মিলেই চট্টগ্রামে চালাত ইয়াবার বড় ব্যবসা

নগরের কোতোয়ালি থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকা থেকে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক দুই বোনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ডিবি নিয়ে গেল স্বর্ণালঙ্কার౼টাকা, বলে গেল থানায় যোগাযোগ করতে

রোববার (২৮ আগস্ট) গোপন সংবাদে অভিযান চালিয়ে নগরের পুরাতন রেলস্টেশন এলাকা থেকে মিয়ানমারের এ দুই নাগরিককে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর গোয়েন্দা বিভাগ। আটকরা হলেন- আজিজুর রহমানের স্ত্রী নুর জাহান প্রকাশ নুর সাফা (৩৫) ও মৃত মো. সুমনের স্ত্রী নুর ফাতেমা (২৮)।

জানা যায়, নুর জাহান ও নুর ফাতেমা দুই বোন মৃত নাজির হোসেনের মেয়ে। তারা দুজনই মিয়ানমারের নাগরিক। তারা দীর্ঘদিন ধরে চন্দনাইশ উপজেলার বিএম বাজার এলাকার বার্মা কলোনির সামসুর ভাড়া ঘরের ৭ নম্বর রুমে বসবাস করতেন।

এ বিষয়ে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক (এডমিন) মুক্তার হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে দুবোনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন এবং বিদেশি নাগরিক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

জেএন/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!