ডিবি নিয়ে গেল স্বর্ণালঙ্কার౼টাকা, বলে গেল থানায় যোগাযোগ করতে

মিরসরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে বেগম পারুল আক্তার নামে এক নারী পথচারীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে প্রতারক চক্র।

শনিবার (২০ নভেম্বর) পৌরসদরের ফুটওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পারুল আক্তার মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন: জাল টাকা ছাপিয়ে বিক্রি করছিল দুই যুবক, র‌্যাবের ফাঁদে ধরা

পারুল আক্তার জানান, আজ (শনিবার) সকালে তিনি চট্টগ্রাম যাওয়ার জন্য পৌরসদরের ফুটওভার ব্রিজে উঠার পর হঠাৎ তিনজন লোক ডিবি পুলিশ পরিচয়ে তাকে জেরা শুরু করেন। জেরার একপর্যায়ে তাকে ব্রিজ থেকে নামিয়ে বাজারের দক্ষিণ দিকে নিয়ে যায়। এরপর তার হাত, গলা ও কানে থাকা স্বর্ণালঙ্কার এবং নগদ ১০ হাজার নগদ টাকা নিয়ে তারা পালিয়ে যায়। যাওয়ার আগে তাকে থানায় যোগাযোগ করতে বলেন। প্রতারক চক্রের সদস্যের মধ্যে একজন নারীও ছিল।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রতারণার শিকার একজন নারী থানায় এসে ঘটনাটি জানায়। বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে দেখছি।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!