মিয়াখান নগরে আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের দুই ঘণ্টার যুদ্ধ

নগরের বাকলিয়ায় গভীর রাতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার (৫ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে বাকলিয়া মিয়াখান নগরের মোজাহেরুল উলুম মাদ্রাসার পাশে একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। সেখান থেকে আগুন পাশের একটি কলোনিতে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

আরও পড়ুন: গ্যাসের চুলা থেকে হঠাৎ আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ৫১ বসতঘর

এদিকে খবর পেয়ে লামারবাজার, আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায়। লামাবাজার ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে ছুটে যাই। লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!