মিষ্টান্ন বানিয়ে জরিমানা গুনল লন্ডন বেকারি

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য ও মিষ্টান্ন উৎপাদন ও বাজারজাত করায় লন্ডন বেকারিকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকানে পলিথিন রাখার অপরাধে দুই দোকানিকে মামলাসহ ৩ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) নগরের বাকলিয়া ও চকবাজার এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা আদায় করেন।

আরও পড়ুন: মামলা খেল পাহাড়তলী বেকারি, পলিথিন রাখায় ৩ দোকানিকে জরিমানা

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য ও মিষ্টান্ন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে বাকলিয়ার লন্ডন বেকারির বিরুদ্ধে মামলাসহ ৫০ হাজার টাকা এবং চকবাজার কাঁচাবাজার এলাকার দুটি দোকানে পলিথিন ব্যবহার করায় মামলাসহ ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পলিথিন ব্যবহার না করার জন্য বাজারের অন্যান্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!