মিরসরাইয়ে ঘরে ১০ লিটার মদ লুকিয়ে রেখেছিল নারী

মিরসরাইয়ে ১০ লিটার চোলাই মদসহ বিবি ফাতেমা (৪৭) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে খৈয়াছড়া ইউনিয়নের কাঠাল বাগান এলাকার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।

আটক বিবি ফাতেমা খৈয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া এলাকার কালা মিয়ার বাড়ি মো. আলমগীর হোসেনের স্ত্রী।

আরও পড়ুন : অটোরিকশায় মদের বস্তা নিয়ে যাচ্ছিল চালক, ধরল স্থানীয়রা

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, সোমবার বিকালে গোপন সংবাদে খৈয়াছড়া এলাকার আলমগীর হোসেনের বসতঘরে অভিযান চালানো হয়। এসময় আলমগীরের স্ত্রী ফাতেমাকে ১০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবদে আটক নারী দীর্ঘদিন ধরে এলাকায় মদ বিক্রির কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, অপর এক অভিযানে পরোয়ানা আসামি সাহেরখালী ইউনিয়নের নুরুল আফসারের ছেলে মো. ইউসুফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!