অটোরিকশায় মদের বস্তা নিয়ে যাচ্ছিল চালক, ধরল স্থানীয়রা

রাউজানে বিশেষ কৌশলে চোলাই মদ পাচারকালে অটোরিকশাসহ চালককে আটক করেছে স্থানীয়রা। এসময় ৮০ লিটার মদ উদ্ধার করা হয়।

শনিবার (১৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের হাফেজ বজলুর রহমান সড়ক থেকে শাহাজাহানকে আটক করা হয়।

পরে তাকে স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরীর কাছে সোপর্দ করা হয়। চেয়ারম্যান রাউজান থানায় খবর দিলে পুলিশ এসে ৮০ লিটার মদসহ অটোরিকশা চালক শাহাজাহানকে রাত ১১টার দিকে থানায় নিয়ে যান।

আরও পড়ুন: পাহাড়ের ড্রাম ট্রাকে বালুর ভেতরে ১৫০০ লিটার চোলাই মদ

এ বিষয় চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী জানান, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে আনা বস্তাভর্তি মদ নিয়ে যাওয়ার সময় শাহাজাহানকে আটক করে আমার কাছে সোর্পদ করে। এরপর আমি তাকে রাউজান থানা পুলিশের কাছে সোপর্দ করি ।

যোগাযোগ করা হলে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ৮০ লিটার পাহাড়ি চোলাই মদসহ স্থানীয় জনতা আটক করার পর শাহাজাহানের নামে এক ব্যক্তিকে আমাদের কাছে সোর্পদ করে। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে ।

ওসি আরও বলেন, আজ (রোববার) শাহাজাহানকে আদালেত পাঠানো হয়েছে ।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!