মিরসরাইয়ে লাইসেন্স ছাড়া চালাতে গিয়ে ধরা খেল ৩ করাতকল

মিরসরাইয়ে লাইসেন্স না থাকায় তিন করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঠাকুরদীঘি ও মস্তাননগর এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। এসময় বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : মিরসরাইয়ে ৩ করাতকল বন্ধ—তিনটি সিলগালা

জানা যায়, উপজেলার ঠাকুরদিঘী ও মস্তাননগর এলাকায় লাইসেন্স ছাড়া করাতকল চালানোর অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালাত অভিযান পরিচালনা করে। অভিযানে মস্তাননগর এলাকার জাকির হোসেন স’ মিল, ঠাকুরদীঘি বাজারের মো. আলফাজ হোসেনের স’মিল ও চৈতন্যের হাট এলাকার খোকন স’মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, লাইসেন্স ছাড়া করাতকল চালানোর অপরাধে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!