মিরসরাইয়ে ৩ করাতকল বন্ধ—তিনটি সিলগালা

মিরসরাইয়ে অবৈধভাবে গড়ে উঠা করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালান।

আরও পড়ুন : আনোয়ারায় নিয়ম না মেনে জরিমানা গুনল ৩ করাতকল

এ সময় উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজারের তিনটি লাইসেন্সবিহীন করাতকল বন্ধ করে দেওয়া হয়। আনন্দ বাজারের করাতকল মালিক সিরাজ ও কবিরের কাছে বৈধ কাগজপত্র চাইলে দেখাতে ব্যর্থ হওয়ায় দুটি করাতকল তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। এছাড়া একই এলাকার কামাল পাশার আরেকটি করাতকল সিলগালা করা হয়।

এ বিষয়ে ইউএনও মিনহাজুর রহমান জানান, আমরা করাতকল বিধিমালা আইন অনুযায়ী উপজেলার আনন্দ বাজার ও আবুতোরাব বাজারে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। এসময় বৈধ অনুমোদন না থাকায় তিনটি করাতকল সিলগালা করেছি।

এএ/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!