মিরসরাইয়ে ধরা খেল নিয়মের তোয়াক্কা না করা ৪ প্রতিষ্ঠান

মিরসরাইয়ে দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ফুটপাতে মালামাল রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ দোকান ও একটি খাবারের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার মিরসরাই পৌর সদরে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

আরও পড়ুন : বেশি দামে ডিম বেচে ধরা খেল ৭ লোভী প্রতিষ্ঠান

জানা যায়, অভিযানে মূল্য তালিকা না থাকায় ইমন জেনারেল স্টোর, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় তানিশা স্টোর, ফুটপাতের ওপর মালামাল রাখায় রাকিব ক্রোকারিজ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে পার্ক ইন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, নানা অনিয়মের কারণে ৪ প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!