মিরসরাইয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ফসলি জমির স্থাপনা

মিরসরাইয়ে কৃষি জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে জমির মালিককে সতর্ক করার পাশাপাশি নির্মাণকাজ বন্ধ রাখতে দেওয়া হয়েছে নির্দেশনা।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে পূর্ব মঘাদিয়া মৌজার খৈয়াছড়া ঝর্ণা রোড এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

আরও পড়ুন : মিরসরাইয়ে উল্টে গেল নিয়ন্ত্রণ হারানো পিকআপ, মুহূর্তেই লাশ ২

জানা যায়, পূর্ব মঘাদিয়া মৌজার খৈয়াছড়া ঝর্ণা রোডের মুখে কৃষি জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে রিসোর্ট তৈরি করছিলেন সুকান্ত কুমার রায়। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে অবৈধ সেই স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ফসলি জমি রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া জমির মালিক সুকান্ত কুমার রায়কে সতর্ক করার পাশাপাশি নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!