মহাসড়কে হঠাৎ ব্রেক করতে গিয়ে মোটরসাইকেল ঢুকে গেল ট্রাকের নিচে

সীতাকুণ্ডে মো. জাবেদ (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন সঙ্গে থাকা আরোহী।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বড় দারোগারহাট স্কেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবেদ ফেনী সদরের পূর্ব গোবিন্দপুর গ্রামের মোঃ শাহাজানের ছেলে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

আরও পড়ুন : হঠাৎ মহাসড়কে উঠল বেপরোয়া লরি, কেড়ে নিল যুবকের প্রাণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ (সোমবার) দুপুর আনুমানিক ২টার দিকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগার হাট স্কেল এলাকা অতিক্রম করছিল। এ সময় সামনে থাকা একটি ট্রাককে দেখে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে পরে। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। তবে সঙ্গে থাকা আরোহী ভাগ্যক্রমে বেঁচে যান।

এ বিষয় কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, বড় দারোগারহাট স্কেল দিয়ে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে অতিক্রম করার সময় সামনে থাকা একটি ট্রাককে দেখে ব্রেক করে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। তবে সঙ্গে থাকা এক আরোহী বেঁচে যান। নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!