মহানবমী—উৎসবের শেষ রাত আজ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহানবমী আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর)।

মহানবমী হচ্ছে পূজার শেষ দিন। পরদিন বিজয়া দশমী অর্থাৎ বিসর্জনপর্ব। তাই নবমীর রাতেই বলতে গেলে উৎসবের শেষ রাত।

আরও পড়ুন: ‘জন্মাষ্টমী’—এবারও মহাশোভাযাত্রায় মানা, উৎসব হবে অনাড়ম্ভর

আজ সকাল থেকেই বিভিন্ন পূজা মণ্ডপে রয়েছে নানান আয়োজন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর আয়োজিত জেএম সেন হল মণ্ডপে সকাল সাড়ে ৭টায় শুরু হবে দেবী মায়ের পূজা। পুষ্পাঞ্জলি দেওয়া হবে বেলা ১২টায়। পূজার পর করোনামুক্ত বিশ্ব গড়তে হবে সমবেত প্রার্থনা। দুপুর ২টায় হবে যজ্ঞানুষ্ঠান। এরপর সন্ধ্যায় হবে সন্ধ্যারতি।

এদিকে মহানবমী উপলক্ষে নগরের বিভিন্ন মন্দিরে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। আবার অনেক পূজা মণ্ডপে রয়েছে আলোচনা সভাও।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!