ব্যাংকের কাজও চলবে ৫০ শতাংশ জনবলে, সোমবার থেকেই কার্যকর

করোনা মোকাবেলায় এবার ব্যাংকেও অর্ধেক কর্মকর্তা এবং কর্মচারী নিয়ে কাজ পরিচালনার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হয়ে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম।

আরও পড়ুন : ‘সুখবর’—বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে ফায়দা পাবেন গ্রাহকরা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে রোস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে স্বীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে। অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কার্যক্রম ভার্চ্যুয়ালি সম্পন্ন করবেন।

সেইসঙ্গে ব্যাংকে আগত সেবাগ্রহীতাদের আবশ্যই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে পরিপালন করতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। তবে যেসব ব্যাংকের লোকবলের সমস্যা আছে, তারা তাদের মতো করে অফিস করবেন।’

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!