রাউজানে প্রবাসীর ঘরে লুকিয়ে ছিল বিশাল অজগর

রাউজানে বসতঘর থেকে ১৫ কেজি ওজনের প্রায় ৮ ফুট লম্বা বিশাল এক অজগর উদ্ধার করা হয়েছে। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে সাপটি বুঝিয়ে দেওয়া হয়।

শনিবার (১২ নভেম্বর) রাত ১২টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মীর আফাজ উদ্দিন দারোগার বাড়ির প্রবাসী মো. জামসেদের বসতঘর থেকে অজগরটি উদ্ধার করেন স্থানীয়রা।

আরও পড়ুন: কবরস্থানে ৮ ফুট লম্বা অজগর, নেওয়া হলো গিরিছায়ায়

স্থানীয়রা বলছেন, অজগরটি খাবারের সন্ধানে বসতঘরে প্রবেশ করেছিল।

প্রত্যক্ষদর্শী সরওয়ার আজাদ কামাল ও ইয়াছিন উদ্দিন মাসুদ জানান, অজগরটি ধরার পর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দেন তারা। পরে তাদের পাঠানো প্রতিনিধি অজগরটি নিয়ে যায়।

যোগাযোগ করা হলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম জেলার ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. ইসমাইল হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, অজগরটি বনে অবমুক্ত করা হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!