পুলিশের বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির ৮ কর্মীর রিমান্ড, দুজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

নগরে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় করা মামলায় ৮ কর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

কর্মীরা হলেন- মো. কামাল উদ্দিন (৪২), শহিদুল ইসলাম ওরফে সুমন (৪১), রাহিন চৌধুরী (২০), মো. সুমন (১৯), মো. আরিফ (২৩), নুরুল হুদা (৪২), মো. সোহেল (২৬) ও শওকত আকবর (৪০)।

এছাড়া মো. জাহাঙ্গীর আলম (৪২) ও রেজাউল করিমের (৪০) রিমান্ড নামঞ্জুর করে জেলগেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: রিমান্ডে জেএমবির সামরিক কমান্ডার সেলিম

নগর পুলিশের প্রসিকিউশন শাখা সূত্রে জানা গেছে, মামলার ১১ থেকে ২০ নম্বর আসামির প্রতিজনের পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। এর মধ্যে আদালত ৮ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন। এ সময় মানববন্ধন থেকে বিএনপির ৪৯ নেতাকর্মীকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!