রিমান্ডে জেএমবির সামরিক কমান্ডার সেলিম

জেএমবির সামরিক কমান্ডার মো. সেলিমকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

দুই নম্বর গেট পুলিশ বক্সের বোমা হামলার ঘটনার তার পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত একদিনের রিমান্ড দেন।

বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান।

তিনি বলেন, জেএমবির সামরিক কমান্ডার সেলিমের পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার মাস্টারমাইন্ড সে।

আরও পড়ুন : পুলিশ বক্সে জেএমবির বোমা হামলা—‘মাস্টারমাইন্ড’ সেলিম গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ ফ্রেব্রুয়ারি নগরের দুই নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার ‘মাস্টারমাইন্ড’ নব্য জেএমবির সামরিক কমান্ডার সেলিম। ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১২ জনের নয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরমধ্যে ৮ জন সেলিমের নাম উল্লেখ করেন এবং হামলায় জেএমবির ভূমিকার কথা জানান।

সেলিমকে বুধবার ভোরে নগরের আকবরশাহ থানার বন্দর লিংক রোডের বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!