বাসের ব্যাটারি বক্সে ‘চশমাপরা হনুমান’ লুকিয়ে রেখেছিল এস আলমের চালক

চন্দনাইশে উদ্ধার করা বিলুপ্তপ্রায় ‘চশমাপরা হনুমান’ পাচারের দায়ে এস আলমের বাসচালক মো. জসীম উদ্দিনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পেট্রোল পাম্পের সামনে থেকে হনুমানসহ তাকে আটক করা হয়।

আরও পড়ুন : চালকের চোখে মরিচের গুঁড়া দিয়ে ৪ যুবক বান্দরবান গিয়েছিল অটোরিকশা নিয়ে

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, এস আলমের একটি বাসের ব্যাটারি বক্স থেকে হনুমানটি উদ্ধার করা হয়। হনুমানটি চকরিয়া এলাকা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী আইনে তাকে ২ মাসের কারাদণ্ড দেন।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে চকরিয়া-আলীকদমের বনাঞ্চল থেকে হনুমানটি সংগ্রহ করা হয়েছিল, অথবা মিয়ানমার থেকে আনা হয়েছিল। বন বিভাগের মাধ্যমে হনুমানটি চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!