অবুঝ মনে আতঙ্কের চাপ—তবু বাবা খুনের বিচার চান নিষ্পাপ ছেলে-মেয়ে

পটিয়ায় বাবা হত্যাকারীদের বিচার চেয়ে রাস্তায় দাঁড়িয়েছে নিহতের তিন শিশু।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শাহগদী মার্কেট এলাকায় বিমান ধরের খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শত মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়ান নিহতের তিন সন্তান অর্পিতা ধর, অয়ন ধর ও তন্ময় ধর।

মানববন্ধনে অংশ নেয় গৈড়লা এলাকার সর্বস্তরের মানুষ।

আরও পড়ুন: বাবাকে খুনের বর্ণনা দিল পাষণ্ড হেলাল

এসময় বিমান ধরের বড় মেয়ে অর্পিতা ধর বলেন, আমি বাবা হত্যার বিচার চাই। আমার বাবার কী অপরাধ ছিল তাকে মেরে ফেলে আমাদের ভাই বোনদের এতিম করা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ঘটনার বিচার চাই।

দ্বিতীয় শ্রেণি পড়ুয়া অয়ন ধর ও ৪ বছর বয়সী তন্ময় ধরও বাবা হত্যার বিচার চান।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে বিমান ধরকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। তার হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের করতে হবে।

এসময় বিমান ধরের পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে চট্টগ্রাম শহরের রাহাত্তারপুল এলাকায় বিমান ধরকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ ঘটনার পর নিহতের ছোট ভাই রিমান ধর বাদী হয়ে পটিয়া থানায় হত্যা মামলা করেন।

যোগাযোগ করা হলে পটিয়া থানা পুলিশের পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, হত্যাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম কাজ করছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!