বাবাকে খুনের বর্ণনা দিল পাষণ্ড হেলাল

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাবাকে হত্যার ঘটনায় ছেলে মো. হেলালকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভাটিয়ারী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বুধবার) সকালে সীতাকুণ্ড থানা পুলিশ তাকে আদালতে চালান দেয়। আদালতে নিজের বাবাকে হত্যার দায় স্বীকার করেছে হেলাল।

আরও পড়ুন : অবশেষে ধরা পড়ল ছাত্রলীগ নেতা খুনের আসামি ইউপি মেম্বার শাহিনুর

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

সুমন বণিক বলেন, নিজের বাবাকে হত্যার কথা স্বীকার করে হেলাল ঘটনার ‘এ টু জেড’ বর্ণনা দিয়েছেন আদালতে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা বেলাল হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে ছেলে হেলাল উদ্দিন (১৮)। একপর্যায়ে ছেলে ঘরের আসবাবপত্র ভাঙচুর করলে নিহত বেলাল হোসেন কাস্তে হাতে এগিয়ে গেলে হেলাল হাতে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করে। এরপর আহত বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।

আইএমই/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!