বহদ্দারহাট কাঁচাবাজারে মাংসের দাম ৩০০ টাকা বেশি

নগরে বেশি দামে গরুর মাংস বিক্রি করার অপরাধে ৪ দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর ) বেলা সাড়ে ১২টায় বহদ্দারহাট কাঁচাবাজারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ।

আরও পড়ুন : এবার ধরা খেল বহদ্দারহাট কাঁচাবাজারের ৮ দোকানি

এ বিষয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ আলোকিত চট্টগ্রামকে বলেন, বহদ্দারহাট কাঁচাবাজারে পরিচালিত অভিযানে ৪টি মাংসের দোকানে নির্ধারিত দামের চেয়ে ২০০-৩০০ টাকা বেশি দামে বিক্রি করায় ১১ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!