বলগেটের ধাক্কায় ডুবল ‘ফুলতলা-১’

বলগেটের সঙ্গে ধাক্কা লেগে একটি জাহাজ ডুবে গেছে।  তলা ফেটে যাওয়ায় জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে সিমেন্ট বোঝাই  কাঁচামাল ছিল।

শনিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গোপসাগরের হাতিয়া নতুন চ্যানেলের পজিশন-৫ নামক স্থানে ফুলতলা-১ নামে জাহাজটি ডুবে যায়।

না গেছে, জাহাজে থাকা ১২ জন নাবিক নিরাপদে অন্য একটি জাহাজে উঠে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে চট্টগ্রাম থেকে সিমেন্টের কাঁচামাল বোঝায় ঢাকায় যাচ্ছিলেন একটি জাহাজ। ডুবন্ত বলগেটের সাথে ধাক্কা লাগছে জাহাজটির তলা ফেটে যায়। এরপর জাহাজে পানি ঢুকে আস্তে আস্তে সেটি ডুবে যায়।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!