বন্যহাতি এবার প্রাণ নিল বৌদ্ধ ভিক্ষুর

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ২ নম্বর রাইখালী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে প্রাণ হারালেন এক বৌদ্ধ ভিক্ষু।

সোমবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বিহারের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কারিগর পাড়ার কার্বারি উথোয়াই প্রু মারমা।

নিহত বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮)। ঐ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বৌদ্ধ ভিক্ষু বিহারে পূজা শেষে বের হতেই বন্যহাতি তাঁকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বন্যহাতির আক্রমণে তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহারের অধ্যক্ষ মারা যান।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!