গুলিতেই নিহত ‘ডাকাতের দলনেতা’ কলিম, লাশের পাশে পড়েছিল অস্ত্র

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লম্বাশিয়া পাহাড়ি এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে কলিমুল্লাহ ডাকাত দলের প্রধান করিম উল্লাহ (৩২) ওরফে কলিমুল্লাহ ডাকাত নিহত হয়েছেন।

সোমবার (১৯ জুলাই) ভোররাতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান।

উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, কুতুপালং ক্যাম্প সংলগ্ন লম্বাশিয়া পাহাড়ি এলাকায় একটি  ডাকাত দল অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‍্যাব-১৫ এর একটি দল। এসময় র‍্যাবের অবস্থান টের পেয়ে ডাকাতেরা গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে দুটি অস্ত্র, চার রাউন্ড গুলি ও ডাকাত সর্দার করিম উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!