বঙ্গবন্ধু শুধু স্বাধীনতার স্বপ্নই দেখাননি, বাস্তবায়নও করেছেন : মহিউদ্দীন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিছিল হয়েছে।

শনিবার (১৮ মার্চ) কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের বায়েজিদে এ আয়োজন করেন মহানগর যুবলীগ সংগঠক ইঞ্জিনিয়ার আবু মো. মহিউদ্দীন।

সভায় ইঞ্জিনিয়ার আবু মো. মহিউদ্দীন বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে শুধু স্বাধীনতার স্বপ্নই দেখাননি, সেই স্বপ্ন বাস্তবায়নে জাতিকে যথাযথভাবে প্রস্তুত করেছিলেন। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বারেবারে কারাবরণ করেছেন। কিন্তু কখনও আপোষ করেননি তিনি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর প্রতিটি কথায়, চিন্তায়, কর্মে দেশপ্রেম ও জনগণের প্রতি মমত্ববোধের বহিঃপ্রকাশ ছিল। তাই সমৃদ্ধ দেশ গড়তে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

নুরুল হক মনিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আশিকুর রহমান খোকন, মহিউদ্দীন টিপু, সোহাগ মিয়া, মো. ইসমাইল, মো. সিরাজ, বেলাল উদ্দীন, শাকিল খান, জসীম উদ্দীন, আনিসুর ইসলাম সাজিদ, মাকমুদুল ইসলাম সুজন, ইমন সরকার, ইয়াসিন আরাফাত বাপ্পী, কামবার হোসেন রকি, ইকরামুল কবির ইকরাম, নুরুল আলম নুরু, শেখ ফজলে রাব্বী, শাহাদাত হোসেন ওমর ও আরমান চৌধুরী।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!