ফিশারিঘাটে ইয়াবার চালান আনা ২ যুবককে যাবজ্জীবন জেলে থাকতে হবে

নগরের ফিশারিঘাট থেকে ইয়াবা উদ্ধারের মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে একজনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় দেন।

দণ্ডিত মো. আনোয়ারুল ইসলাম কক্সবাজার সদর থানার মুক্তারকুল এলাকার আব্দুল হকের ছেলে এবং অপর আসামি মো. ওমর রায়হান আরফাত একই থানার উত্তর নানিয়ারছড়া কবির মাঝি বাড়ির মৃত মো. সেলিমের ছেলে। খালাস পাওয়া অভিযুক্ত হলেন মো. মোক্তার হোসেন।

আরও পড়ুন : যাবজ্জীবন সাজা নিয়ে জেলে গেল মাদকের ৩ পাইকারি কারবারি

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুআসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মো. আনোয়ারুল ইসলাম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকলেও ওমর রায়হান আরফাত ছিলেন না। সাজা পরোয়ানামূলে উপস্থিত আসামিকে কারাগারে পাঠিয়ে পলাতক আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৯ সালের ৮ আগস্ট নগরের কোতোয়ালী থানার পুরাতন ফিশারিঘাট এলাকায় ৩১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ র‌্যাব-৭ এর কাছে আটক হন দুই আসামি। এসময় র‌্যাবের তৎকালীন ডিএডি মো. শহিদুল আলম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করেন। মামলার তদন্তে উঠে আসে আরও একজনের নাম। মামলার তদন্ত কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আদালতে। ২০২১ সালের ২৮ নভেম্বর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ৯ জন সাক্ষী সাক্ষ্য দেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!