ফারাজের ‘মানবিকতায়’ ৫০ লাখ টাকার ওষুধ গেল ফিলিস্তিনে

ইসরাইলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিন। প্রতিদিন মারা যাচ্ছে নারী-শিশুসহ অনেক নাগরিক। তাদের জন্য ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ।

রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরী বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের সাথে আলাপ করে  এ উদ্যোগ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই আহবানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওষুধ পাঠাতে থাকে অসংখ্য মানুষ।

রাজধানী ঢাকার বারিধারাস্থ ফিলিস্তিন দূতাবাসে বৃহস্পতিবার (২০ মে) প্রায় ৫০ লাখ টাকার ওষুধ ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানের নিকট হস্তান্তর করেন ফারাজ করিম চৌধুরী।

ফারাজ করিম চৌধুরী বলেন, ‘ওষুধ কোম্পানির মধ্যে অপসনিন ফার্মা ও একমি ফার্মাসিউটিক্যাল্স এই মানবিক কার্যক্রমে এগিয়ে এসেছে। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের। এছাড়া আমার অনেক বন্ধুরাও সাহায্য করেছেন। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।’

জানা গেছে, ফারাজ করিমের অনুরোধে ফিলিস্তিন দূতাবাস বিকাশ, নগদ, রকেট একাউন্ট খুলেছে। যে কেউ এসব একাউন্টে সরাসরি সহযোগিতা পাঠাতে পারবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!