ফরম্যাট বদলের সঙ্গে কি ভাগ্য পাল্টাবে টাইগারদের?

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছে স্বাগতিকেরা। এবার টাইগারদের সামনে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। ফরম্যাট বদলের সঙ্গে কি ভাগ্য পাল্টাবে হবে টাইগারদের?

বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামে জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বেলা ৩টায় শুরু হবে।

চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হিসেবে পরিচিত হলেও এবার এই ওয়ানডেতে উইকেট ছিল বেশ মন্থর। বল পিচ করে থমকে এসেছে ব্যাটে। বিশেষ করে, সময় যত গড়িয়েছে, স্পিন ধরেছে ততই। বাংলাদেশের ২৪৬ রানের জবাবে ইংল্যান্ড সেদিন গুটিয়ে যায় ১৯৬ রানে।

সেই উইকেটেই আজ দুপুর ৩টায় আবার মুখোমুখি হবে দুদল। ম্যাচের আগের দিন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস উইকেট সম্পর্কে গণমাধ্যমে কথা বলেছেন।

ওকস বলেন, উইকেট তুলনামূলক মন্থর হবে। খেলা শুরুও হচ্ছে আগেভাগে। ম্যাচে তাই শিশিরের প্রভাব তেমন একটা থাকবে না। আমি নিশ্চিত, উইকেটে কিছুটা স্পিন থাকবে অথবা স্পিনার ও ধীরগতির বোলারদের বল অন্তত কিছুটা থেমে আসবে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!