ফটিকছড়িতে ভোটের মাঠে ৭৭ প্রার্থী, দুইউনিয়নে জমজমাট প্রচারণা

ফটিকছড়ি উপজেলার নানুপুর ও খিরাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৯ মার্চ। ইতোমধ্যে এই দুই ইউনিয়নে ৭ চেয়ারম্যান প্রার্থীসহ ৭৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পেয়ে এখন পুরোদমে মাঠে নেমেছেন প্রার্থীরা। দিন-রাত চলছে তাঁদের জমজমাট প্রচারণা। ভোট চাইতে তাঁরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে।

জানা গেছে, উপজেলার নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নুরুন নবী রোশন (আনারস), মো. শফিউল আজম (মোটরসাইকেল), মো. রেজাউল ইসলাম রুবেল (টেলিফোন) ও সৈয়দ বদরুল হোসেন (অটোরিকশা)।

আরও পড়ুন : ফটিকছড়িতে মাঠ ছাড়ছেন না তৈয়ব, ছাড়লেন উপজেলা চেয়ারম্যানের পদ

অপরদিকে খিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. সোহরাব হোসাইন সৌরভ (আনারস), মু. শহীদুল আলম (অটোরিকশা) ও মো. হাসান (ঘোড়া)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা আলোকিত চট্টগ্রামকে বলেন, নানুপুরে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ পদে ৩১ জন, সংরক্ষিত পদে ৮ জনসহ মোট ৪৩ জন এবং খিরামে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ পদে ২৩ জন, সংরক্ষিত পদে ৮ জনসহ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, নানুপুরে ৯টি ভোটকেন্দ্রে ২২ হাজার ৫১৪ জন ভোটার এবং খিরামে ৯টি ভোটকেন্দ্রে ৮ হাজার ৯৫৫ জন ভোটার রয়েছেন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!