ফটিকছড়িতে চালের বস্তার দাম বেশি রেখে ধরা খেল কাশেম স্টোর

ফটিকছড়িতে চালের বস্তার দাম বেশি রাখা, বিদেশি কসমেটিক্স পণ্যের গায়ে আমদানিকারকের সিল না থাকা ও পণ্যের গায়ের দাম কাটাকাটি করে বেশি মূল্যে বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বিবিরহাট বাজারে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন সহকার‌ী প‌রিচালক নাসরিন আক্তার। এসময় ফোর্সসহ উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার।

আরও পড়ুন: ইচ্ছেমতো দাম আদায়, ধরা খেল টেরিবাজারের ‘মনে রেখ’

সহকার‌ী প‌রিচালক নাসরিন আক্তার বলেন, অভিযানে ২৫ কেজি চালের বস্তার দাম বেশি রাখায় একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে বিবিরহাট বাজারের কাশেম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিদেশি কসমেটিক্স পণ্যের গায়ে আমদানিকারকের সিল না থাকা এবং মূল্য কাটাকাটি করে অধিক মূল্যে বিক্রির অপরাধে একই এলাকার বিগ বাজার সুপার শপকে ১০ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!