মৃত্যুবার্ষিকীতে ফজলুল কবির চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি

পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা মরহুম একে এম ফজলুল কবির চৌধুরীর ৪৯তম মৃত্যুবার্ষিকী বৃহষ্পতিবার (৯ সেপ্টেম্বর) পালিত হয়েছে। এ উপলক্ষে রাউজানের গহিরা বক্স আলী চৌধুরীর জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের পুত্র রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, মরহুমের পুত্র ব্যবসায়ী এবিএম ফজলে শহীদ চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ প্রমুখ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা—‘হটস্পট’ হাটহাজারী, সংক্রমণের ‘বিপজ্জনক গতি’ রাউজান-বোয়ালখালীতেও

এছাড়া অন্যান্যের মধ্যে রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, সরোয়ার্দি সিকদার, নুরুল আবছার বাশি, বিএম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়ুয়া, রোকন উৃদ্দিন, আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাবুউদ্দিন আরিফ, ভুপেশ বড়ুয়া, আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া, রাউজান পৌরসভার কাউন্সিলর আলমগীর আলী, বশির উদ্দিন খান, কাজী ইকবাল, শওকত হাসান চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, আজাদ হোসেন, এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মরহুম একেএম ফজলুল কবির চৌধুরীর ৪৯ তম মৃত্যুবাষিকী উপলক্ষে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান থানা পুলিশ, রাউজান প্রেস ক্লাব, গহিরা কলেজ, রাউজান সরকারি কলেজসহ রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!