সৃজনশীল প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন আলোকিত চট্টগ্রামের শেখ সালাউদ্দিন

ইপসা-সীতাকুণ্ড প্রেস ক্লাব সাংবাদিকতা পুরস্কার-২০২১ পেয়েছেন দৈনিক আলোকিত চট্টগ্রামের সীতাকুণ্ড প্রতিনিধি শেখ সালাউদ্দিন। সৃজনশীল প্রতিবেদনের জন্য সেরা প্রতিবেদক নির্বাচিত হন তিনি ।

পুরস্কার পেয়েছেন আরও দুই সাংবাদিক। পরিবেশ বিষয়ক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক আজকের পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সবুজ শর্মা সাকিল। অপরদিকে উন্নয়নমূলক প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন কামরুল ইসলাম দুলু।

শনিবার (২১ মে) বিকেলে সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি দিদারুল আলম এমপি তিন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন।

আর পড়ুন: ক্রীড়াঙ্গনে ৪০ বছর—স্বীকৃতিতে জাতীয় পুরস্কার পেলেন হুইপ সামশুল হক চৌধুরী

সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত উল্লাহ, এম সেকান্দর হোসাইন, সহসভাপতি জহিরুল ইসলাম, ইপসার কর্মকর্তা মোহাম্মদ আলী শাহীন, রেডিও সাগর গিরির প্রযোজক সঞ্জয় চৌধুরী ও পৌর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাহার।

অনুষ্ঠানে দিদারুল আলম এমপি বলেন, উপজেলাভিত্তিক এ ধরনের প্রতিযোগিতা এবারই প্রথম। ইপসার সুন্দর উদ্যোগ এটি । ভালো প্রতিবেদন তৈরিতে এটি সাংবাদিকদের অনুপ্রাণিত হবেন ।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!