চট্টগ্রামে পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যুর পরে ঘুম ভাঙল জেলা প্রশাসনের, ৪০ ঘরে বুলডোজার

নগরে রাতভর টানা বর্ষণে পাহাড়ধসে মাটিচাপা পড়ে বাবা-মেয়ের মৃত্যুর পর টনক নড়েছে জেলা প্রশাসনের। এরপর অভিযান চালিয়ে পাহাড়ে গড়ে উঠা ৪০টি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরে ষোলশহর রেলওয়ে জংশন এলাকার আইডব্লিউ কলোনির পাহাড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ অভিযান চালান।

এর আগে আজ সকাল ৭টার দিকে ষোলশহর আইডব্লিও কলোনিতে পাহাড়ধসের ঘটনা ঘটে। এসময় মাটিচাপায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে বাবার সঙ্গে পাহাড়ের নিচে চাপা পড়ে ঘুমন্ত শিশুরও মৃত্যু

জানা গেছে, ষোলশহর রেলওয়ে জংশন এলাকায় আইডব্লিউ কলোনিতে পাহাড়েধসের ঝুঁকি নিয়ে প্রায় আড়াইশ পরিবার বসবাস করছে। বিভিন্ন সময় পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে আর বাস্তবায়ন হয়নি।

অভিযোগ রয়েছে রাজনৈতিক ও বিভিন্ন প্রভাবশালীদের চাপে উচ্ছেদ অভিযান থমকে আছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ভারী বর্ষণে পাহাড়ধসের শঙ্কায় থাকা ষোলশহর আইডব্লিও কলোনিতে অভিযান চালিয়ে ৪০টি ঘর উচ্ছেদ করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!