চট্টগ্রামে বাবার সঙ্গে পাহাড়ের নিচে চাপা পড়ে ঘুমন্ত শিশুরও মৃত্যু

চট্টগ্রামে পাহাড়ধসে চাপা পড়েছে ঘর। এতে একই পরিবারের চারজন পাহাড়ের নিচে চাপা পড়ে। এর মধ্যে সাত মাসের সন্তানসহ প্রাণ হারিয়েছে বাবা।

রোববার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর জংশন এলাকায় আই ডাব্লিউ কলোনিতে পাহাড়ধসের এ ঘটনা ঘটে।

মারা যাওয়ারা হলেন— পাঁচলাইশ থানার ষোলশহর জংশন এলাকায় আই ডাব্লিউ কলোনির কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও তার সাত মাসের মেয়ে বিবি জান্নাত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির  ইনচার্জ নুরুল আলম আশিক জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাহাড়ধসে আহত দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে বায়েজিদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ হারুণ পাশা আলোকিত চট্টগ্রামকে বলেন, সকাল ৭টার দিকে পাহাড়ধসের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে পাহাড়ধসে একটি ঘর চাপা পড়ে। সেই ঘরের চার সদস্যকে উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অন্য দুজন সুস্থ রয়েছেন।

তিনি আরও বলেন, উদ্ধার অভিযানের পর আশপাশের মানুষজনকে ওই এলাকা থেকে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

আরএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!