বিকৃত মনের মধ্যবয়সীকে পাঠানো হলো জেলে

রাউজানে শিশু বলাৎকারের অভিযোগে জালাল আহম্মদ (৬০) নামের এক মধ্যবয়সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) ইমাম গাজ্জালী কলেজ সংলগ্ন জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থানায় মামলা করেন ভিকটিমের মা।

এদিকে আজ (বুধবার) গ্রেপ্তার জালাল আহম্মদকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ৯ কোটি টাকা মেরে জেলে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ

পুলিশ জানায়, জালাল আহম্মদ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুন্নিয়া পাড়ার মৃত এজাহার মিয়ার ছেলে । তিনি মদুনাঘাট এলাকার একটি মাদ্রাসায় চাকরি করেন । তিনি ৬ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পাহাড়তলী খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রকে বাসায় ফেরার পথে বৃদ্ধ জালাল আহম্মদ ফুসলিয়ে ইমাম গাজ্জালী কলেজ সংলগ্ন জঙ্গলে নিয়ে যান । পরে স্কুলছাত্রকে বলাৎকার করেন তিনি।

এ ঘটনার পর ওই ছাত্র বাড়িতে এসে তার মাকে ঘটনা জানায়। এরপর ছাত্রের মা রাউজান থানায় মামলা করেন।

এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, শিশু বলাৎকারের মামলায় অভিযুক্ত জালাল আহমদকে গ্রেপ্তার করা হয়। আজ (বুধবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারেরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বাঁশখালী থানায়ও বলাৎকারের মামলা রয়েছে ।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!